ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে ট্রান্সফরমেশনের মাধ্যমে অর্থনৈতিক, সামাজিক উন্নয়ন এবং দেশের মানব সম্পদকে বিশ্বমানের হিসেবে গড়ে তোলার জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর ফ্রিল্যান্সিং/আউটসোর্সিং সেক্টরে বিশেষ গুরুত্বারোপ করছে। সেই লক্ষ্যে মাঠ পর্যায়ের কর্মকর্তাগনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে প্রথম পর্যায়ে দেশব্যাপী ১০,০০০ (দশ হাজার) জনকে ফ্রিল্যান্সিং/আউটসোর্সিং এ দক্ষ হিসেবে গড়ে তোলার জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কর্তৃক বিশেষ প্রশিক্ষন প্রদান করার কার্যক্রম হাতে নেয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় তৃণমূল পর্যায়ের প্রশিক্ষণ প্রদানের জন্য সফল ও প্রতিশ্রুতি ফ্রি-ল্যান্সারদের বিস্তারিত তথ্য প্রয়োজন। এই প্রশিক্ষনকার্যক্রমে দেশের বিভিন্নস্থানে থাকা দক্ষ ফ্রিল্যান্সারদের প্রশিক্ষক হিসেবে কাজে লাগানোর লক্ষ্যে ডাটাবেইজটি খুব গুরুত্বপুর্ণ ভুমিকা পালন করবে। আপনি যদি ফ্রিল্যান্সারদের প্রশিক্ষক হিসেবে কাজ করতে আগ্রহী থাকেন,তবে নিম্নের লিংক এ প্রদত্ত তথ্য পূরণ করবেন।
লিংকঃ খুলনা জেলার ফ্রিল্যান্সার প্রশিক্ষকদের তালিকা
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস