Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাম্প্রতিক কর্মকাণ্ড

আইসিটি অধিদপ্তরের সাম্প্রতিক বছর সমূহের (৩ বছর) প্রধান অর্জন: গত ৩১/০৭/২০১৩ খ্রি. তারিখে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন এ অধিদপ্তর গঠিত হয়। সরকার ঘোষিত রূপকল্প -২০২১ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে উন্নিত করার লক্ষ্যে সরকারের সকল পর্যায়ে আইসিটি-র ব্যবহার ও প্রয়োগ নিশ্চিতকরণ ও সমন্বয় সাধন এ অধিদপ্তরের প্রধান কাজ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তররের খুলনা জেলায় কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারীগণ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সকল সরকারি দপ্তরসহ সর্বস্তরের জনগণকে বিভিন্ন ধরণের তথ্য ও প্রযু্ক্তি নির্ভর সেবা, পরামর্শ, টেকনিক্যাল সাপোর্ট ও প্রশিক্ষণ প্রদান করে যাচ্ছে। জেলায় ৫৬ এর বেশি সরকারি দপ্তরে ই-নথি চলমান রয়েছে এবং ২০০ এর বেশি দপ্তর জাতীয় তথ্য বাতায়নে সংযুক্ত আছে। শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন প্রকল্পের আওতায় খুলনা জেলায় ১৬০টি  শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব ও ৬টি শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল অব ফিউচার স্থাপন কাজ সমাপ্ত হয়েছে। জেলা ও উপজেলা পর্যায়ে প্রায় ৭৫০ জনের অধিক  সরকারি কর্মকর্তা ও কর্মচারীকে ই-নথি/ডি-নথি ও জাতীয় তথ্য বাতায়ন প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। আইসিটি অধিদপ্তরে উদ্ভাবিত সুরক্ষা সফটওয়্যারের মাধ্যমে খুলনা জেলায় প্রায় ৫০০০ জন ব্যক্তিকে কোভিড-১৯ ভ্যাকসিনের তথ্য সংশোধন করা হয়েছে এবং সুরক্ষা সফটওয়্যারের মাধ্যমে জেলায় কোভিড-১৯ ভ্যাকসিন নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া প্রতি বছর শেখ রাসেল দিবস এবং ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপনের মাধ্যমে আইসিটি শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।