Wellcome to National Portal

অফিসের বর্তমান ঠিকানাঃ ফ্ল্যাট ১/বি, তামিম হাউজ, ৬৪, হাজী মহসিন রোড, খুলনা-৯১০০

Main Comtent Skiped

Title
জাতীয় শিশু কিশোর প্রোগ্রামিং প্রতিযোগিতা-২০১৯ এর রেজিষ্ট্রেশন
Details

জাতীয় শিশু কিশোর প্রোগ্রামিং প্রতিযোগিতা-২০১৯ এর রেজিষ্ট্রেশন।

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের চেতনা থেকে ভবিষ্যৎ প্রজন্মকে তথ্য প্রযুক্তিতে আরো দক্ষ করে গড়ে তুলতে "অবাক হচ্ছে বিশ্ব এবার,বাংলার শিশুরা প্রোগ্রামার" স্লোগান নিয়ে শুরু হচ্ছে জাতীয় শিশু কিশোর প্রোগ্রামিং প্রতিযোগিতা-২০১৯।

জেলা পর্যায়ে ২০০ টি শেখ রাসেল ডিজিটাল ল্যাবে প্রশিক্ষণ ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। যেকোন বিদ্যালয়ের কেজি, ১ম এবং ২য় শ্রেনী ( স্ক্র‍্যাচ জুনিয়র) ; ৩য়-৫ম শ্রেনী (স্ক্রাচ সিনিয়র) এবং ৬ষ্ঠ- ৮ম শ্রেনী (পাইথন জুনিয়র), ৯ম- ১০ম (পাইথন সিনিয়র) শ্রেণীর শিক্ষার্থীরা জেলা পর্যায়ে নির্বাচিত ল্যাব থেকে প্রশিক্ষণ গ্রহণ ও প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।

খুলনার প্রতিযোগীদের অতিদ্রুত নিম্নের লিংকে রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। রেজিস্ট্রেশন ব্যতীত কেউ অংশগ্রহণ করতে পারবে না।

রেজিষ্ট্রেশনঃ http://nctpc.srdlict.com

Publish Date
26/05/2019
Archieve Date
26/05/2020